Loading..

উদ্ভাবনের গল্প

১৯ এপ্রিল, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ

পঠন উৎসব,যুক্তবর্ন, বিপরীত শব্দ, উল্টা পাল্টা শব্দ, পাজল, সত্য মিথ্যা যাচাই, ভুল শব্দ নির্ণয় ইত্যাদি

উদ্ভাবনের গল্পঃ-২  পঠন উৎসব

উদ্ভাবকঃ মোঃ গোলাম সরোয়ার, সহকারী শিক্ষক, দক্ষিণ খাওক্ষীর মেহেদীয়া দাখিল মাদ্রাসা।  

লক্ষ্যঃ শ্রেণিভিত্তিক কাঙ্খিত শিখনফল অর্জন করানো।

উদ্দেশ্যঃ শিক্ষার্থীদের শিখন অগ্রগতী যাচাই।

বাস্তবায়ন প্রক্রিয়াঃ  শিক্ষার্থীদের জন্যে প্রশ্নপত্র তৈরি করে তাদেরকে প্রতি মাসে একবার মূল্যায়ন করব। এই আইডিয়া ষষ্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্যে প্রয়োগ করব। এর মাধ্যমে শিক্ষার্থীদের কাঙ্খিত শিখনফল অর্জন হয়েছে কিনা তা যাচাই করা যাবে। প্রশ্নপত্রের মধ্যে থাকবে যুক্তবর্ন, বিপরীত শব্দ, উল্টা পাল্টা শব্দ, পাজল, সত্য মিথ্যা যাচাই, ভুল শব্দ নির্ণয়  ইত্যাদি। শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষের বাইরে নিয়ে প্রথমে লাইন ধরে দাঁড়া করাবো, তারপর একটি বেঞ্চের মধ্যে প্রশ্নপত্র রেখে তাদেরকে সময় বেধে দিব। তারপর বাঁশি বাজালে শিক্ষার্থীরা দৌড়ে গিয়ে লিখতে শুরু করবে যে শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে সবার আগে নির্ভুলভাবে উত্তরপত্র জমা দিবে তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার দিব।সাবলিল পঠনের জন্য এক মিনিট নির্ধারণ করে পাঠ্যবই বা পাঠ্যবইয়ের বাহির থেকে কিছু অংশ পড়তে দেব। যে সবচেয়ে বেশি শব্দ পড়তে পারবে তাকে স্বাধীন পাঠক নির্বাচিত করে পুরষ্কার দেব। খেলাটি পরিচালনা করবেন শ্রেণিশিক্ষক ও প্রধান শিক্ষক নিজেই। খেলার ছলে প্রতিযোগিতায় অংশগ্রণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শেখার প্রতি আগ্রহ সৃষ্টি হবে।প্রতিযোগিতার পরে শিক্ষার্থীদেরকে আবার ফিডব্যাক প্রদান করা হবে, যাতে তাদের ভুল সংশোধন করতে পারে।

কার্যকালঃএই আইডিয়া পুরো বছর ব্যাপী সুবিধাজনক সময়ে পরিচালিত হবে।