Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২১ এপ্রিল, ২০২৪ ০৬:৩৭ অপরাহ্ণ

সিরিজ সার্কিট ও এর বৈশিষ্ট্য
  • সিরিজ সার্কিট

  • একাধিক লোডসমূহকেএকের পর এক সংযোগ করে যে
    সার্কিট তৈরী করা হয় তাকেসিরিজ সার্কিট বলে ।


বৈশিষ্ট্য


১. প্রতিটি লোডের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়।

২. সবগুলো লোডের ভোল্টেজ ড্রপের যোগফল, সোর্স ভোল্টেজের সমান।

৩. লোড সমূহের রেজিস্ট্যান্সের যোগফল, মোট রেজিস্ট্যান্সের সমান।

যদি একটি সিরিজ সার্কিটে 4 টি লোড থাকে, লোড গুলোর রেজিস্ট্যান্স যথাক্রমে R1, R2, R3 ও R4, কারেন্ট I1, I2, I3 ও I4 এবং ভোল্টেজ V1, V2, V3 ও V4 হয়,
তবে,

মোট রেজিস্ট্যান্স R = R1 + R2 + R3 + R4
মোট ভোল্টেজ V = V1 + V2 + V3 + V4
এবং মোট কারেন্ট I = I1 = I2 = I3 = I4

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি