Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২২ এপ্রিল, ২০২৪ ০৭:১৫ পূর্বাহ্ণ

রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি

রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা করা হলো :

চিত্রে ভূমি অক্ষে (OX) শ্রমঘন্টা এবং লম্ব অক্ষে (OY) প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে । চিত্রে শ্রমঘণ্টার ধাপসমূহ হচ্ছে ১,২,৩, ৪। এদের পরিপ্রেক্ষিতে প্রান্তিক উৎপাদনের পরিমাণ হলো Aa(10), Bb(12), Cc(8), Dd (4) কুইন্টাল ।
প্রান্তিক উৎপাদন a, b, c ও d বিন্দুগুলো যোগ করলে প্রান্তিক উৎপাদন রেখা (MP) পাওয়া যায় । MP রেখা সর্বোচ্চ উৎপাদনের পর ডান দিকে নিম্নগামী হয়েছে । অর্থাৎ এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি