Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ এপ্রিল, ২০২৪ ০৩:৪৫ অপরাহ্ণ

গ্রীন হাউজ এর প্রভাব।

গ্রীন হাউজ হলো কাচের তৈরি ঘর।  যা ভেতরে সূর্যের তাপ আটকে রাখতে পারে।  ফলে তীব্র শীতে ও গাছপালা এই ঘরের ভিতর উষ্ণ ও সজীব থাকে।  পৃথিবীর বায়ুমন্ডল গ্রীন হাউজ এর ন্যায় কাজ করে।  বায়ু মন্ডল হলো পৃথিবীতে ঘিরে থাকা বায়ুর সতর। বায়ুমন্ডল এর জলীয় বাস্প ও কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রীন হাউজ এর কাচের দেয়ালের মতো কাজ করে। দিনের বেলায় সূর্যের আলো  বায়ুমন্ডল এর ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ততর হয়। রাতে ভূপৃষ্ঠ থেকে সেই তাপ বায়ুমন্ডলে ফিরে আসে। এবং ভূপৃষ্ঠ শীতল হয়। কিন্ত কিছু তাপ বায়ুমন্ডল এর এই গ্যাস গুলীর কারনে  আটকে পড়ে। ফলে রাতের বেলায় ও পৃথিবী উষ্ণ থাকে।  আর তাপ ধরে রাখার এই ঘটনা কে গ্রীন হাউজ প্রভাব বলে। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি