Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ এপ্রিল, ২০২৪ ০৪:০৩ অপরাহ্ণ

প্রাকৃতিক সম্পদ।

শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক সম্পদ এর উপর নির্ভর শীল।  জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে  প্রাকৃতিক সম্পদ এর চাহিদা ও বাড়ছে  ।  কিন্তু কিছু  কিছু  প্রাকৃতিক সম্পদ  সীমিত।  যমন তেল, কয়লা, এবং  প্রাকৃতিক গ্যাস। আর তাই আমাদের এই সকল সম্পদের বিকল্প খুজে বের করতে হবে।  পাশাপাশি এর যথাযথ ব্যবহার নিশ্চিত  করতে হবে।  তেল গ্যাস কয়লা ইত্যাদি নবায়নযোগ্য সম্পদ এ ধরনের সম্পদ একবার  নিঃশষ হলে হাজার  হাজার বছর ও তা ফিরে পাওয়া সম্ভব নয়। অপর দিকে নবায়ন যোগ্য সম্পদ বার বার ব্যবহার করা যায়। আর এই কারণে  নবায়ন যোগ্য সম্পদ কে অনবায়ন যোগ্য সম্পদ এ বিকলপ হিসেবে ব্যবহার করা যায়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি