Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ এপ্রিল, ২০২৪ ০৬:১০ অপরাহ্ণ

আল্লাহু মু'মিনুন, শ্রেণিঃ নবম, বিষয়ঃ ইসলাম শিক্ষা।

আল্লাহু মু’মিনুন


আল মু’মিন নামের অর্থ হলো “নিরাপত্তা ও ঈমান দানকারী, জামিনদার, সত্য ঘোষণাকারী”। আল্লাহু মুমিনুন শব্দের অর্থ হলোঃ আল্লাহ “নিরাপত্তা ও ঈমান দানকারী, জামিনদার, সত্য ঘোষণাকারী”। আল্লাহ নিজে তাঁর নিজের সিফাতের পূর্ণঙ্গ ক্ষমতা ও সৌন্দর্যের প্রশংসা করেছেন, এবং তিনি তাঁর বিশ্বাসীদের জন্য সত্যতা ঘোষণা করেছেন যে কোন ইলাহ তিনি নয়। তিনি তাঁর রাসূলগণকে ও তাঁর কিতাবসমূহকে নিদর্শন, দলিল-প্রমাণ ও রাসূলদের সত্যতার প্রমাণস্বরূপ প্রেরণ করেছেন, যা তাদের সত্যতা ও তাদের আনিত কিতাবের বিশুদ্ধতা প্রমাণ করে।

এ প্রসঙ্গে আল্লাহ তা’য়ালা বলেন-

“তিনিই আল্লাহ; যিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তাদানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত।” [সূরা আল-হাশর, আয়াত: ২৩]

আরো দেখুন