Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ এপ্রিল, ২০২৪ ০৬:১৯ অপরাহ্ণ

আল ওয়াহহাব, শ্রেণিঃ নবম, বিষয়ঃ ইসলাম শিক্ষা।


আল ওয়াহহাব



আল-ওয়াহ্হাব (অর্থ: সবকিছু দানকারী, দানশীল, স্থাপনাকারী) একটি আল্লাহর গুণবাচক নাম। তিনি সমস্ত সৃষ্টিকে তার কল্যাণ, দান ও দয়ায় বেষ্টন করে রাখেন। তিনি উত্তম মাওলা (অভিভাবক), সর্বদা দানশীল এবং প্রশস্ত দানকারী। আল্লাহর আল-বার (কল্যাণকারী) গুণবাচক নামটি ও এর প্রভাব তাঁর সমস্ত সৃষ্টির উপর প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয় ভাবেই প্রযোজ্য। কোন সৃষ্টিই তাঁর ইহসান, দয়া ও দান থেকে সামান্য সময়ের জন্যও মুখাপেক্ষীহীন নয়; বরং সর্বদা তাঁর দানের মুখাপেক্ষী। এ গুণ বাচক নামটি তাঁর ব্যাপক রহমত ও দানের উপর প্রমাণ করে যা তিনি সব সৃষ্টিকে তাঁর ইচ্ছা অনুযায়ী দান করে থাকেন। তাঁর দয়া দু’ধরনের। এক প্রকারের দয়া হলো আম তথা সকলের জন্য ব্যাপক। আর আরেক ধরণের দয়া হলো খাস তথা তাঁর নির্দিষ্ট বান্দা ও সৃষ্টির জন্য প্রযোজ্য।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি