Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ এপ্রিল, ২০২৪ ০৭:৩৭ অপরাহ্ণ

আল-জাব্বার, শ্রেণিঃ ৮ম, বিষয়ঃ ইসলাম শিক্ষা।

আল-জাব্বার


আল-জাব্বার (মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত) নামের অর্থ হল:  

দুর্নিবার,  মহাপ্রতাপশালী, এবং অতীব মহিমান্বিত। এ নামের তিনটি অর্থ রয়েছে:

১। সমুচ্চ, মহিমান্বিত: আল-জাব্বার সব কিছুর ঊর্ধ্বে মহিমান্বিত।

২। মহাপ্রতাবশালী, দমনকারী: আল-জাব্বার সৃষ্টিজগতের যা কিছু তাঁর নৈকট্য অর্জন করে, যা কিছু তাঁর কাছে বিনীত, নিবেদিত এবং অন্য যা কিছু যেভাবেই থাকুক তিনি সবার জন্য আল-জাব্বার তথা মহাপ্রতাবশালী, দমনকারী।

৩। আর-রাঊফ তথা অতি স্নেহশীল, সদয় ও সমবেদনা প্রকাশকারী: আল-জাব্বার ভঙ্গ হৃদয়ের অধিকারী, দুর্বল, অক্ষম, যারা তাঁর কাছে ফিরে আসে ও আশ্রয় চায় তাদের জন্য তিনি অতি স্নেহশীল ও সদয়।

আল্লাহ এই নামের মাধ্যমে দুর্বল হৃদয়ের অধিকারীকে স্নেহ ও মায়া প্রদান করেন, গরিবকে ধনী করেন, বিপদাপদে পতিত সমস্ত কঠোরতাকে তিনি সহজ করেন, তাঁর তাওফিকে বিপদে আপতিত ব্যক্তিকে স্নেহ করে সাহায্য করেন, তাকে অটল ও ধৈর্যধারণে সহযোগিতা করেন, বিপদে আপতিত ব্যক্তি যথাযথ ভাবে বিপদে ধৈর্য ধারন করে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করলে আল্লাহ তাকে সাহায্য করেন।


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি