Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ এপ্রিল, ২০২৪ ০৮:০৮ অপরাহ্ণ

এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব
img
Kamal Uddin

সহকারী শিক্ষক

এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব:


এসিড বৃষ্টির কারণে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হতে দেখা যায়। এই এসিড বৃষ্টি গাছপালার পাতা হলুদ করে ফেলে। পুকুর-নদীতে পড়ে পানির পি এইচ কমিয়ে দেয় যার ফলে তা জলাশয়ের নানা উদ্ভিদ ও প্রানিকুল এবং মাছের জন্য ক্ষতির কারণ হয়ে দাড়ায়, পশু পাখির ত্বকের ক্ষতি করে, দালান-কোঠার রং নষ্ট করে বিবর্ণ করে।

আরো দেখুন