Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৯ এপ্রিল, ২০২৪ ১১:৪১ অপরাহ্ণ

শ্রেনিবিন্যাসের বিভিন্ন ধপ দেখানো হলো।

এই পৃথিবীতে  ঠিক কত সংখ্যক ভিন্ন ভিন্ন ধরনের জীব রয়েছে তা

সুনিস্টভাবে বলা সম্ভব নয়। তবে বিজ্ঞানীরা সর্বশেশ যে অনুমান

করছেন তাতে এই সংখ‌্যা প্রায় ৮.৭ মিলিয়ন বা ৮৭ লক্ষ।এই বিপুলসংখ্্যক ভিন্ন জীবকে আমরা কীভাবে চিনব এবং জানব? এই চিন্তা অনেককেই ভাবিত করেছিল।

এর একটি সমাধান দিয়েছিলেন সুইডিশ উদ্ভিদবিদ ক্্যযারোোলাস লিনিয়াস (Carolus Linnaeus), যিনি

Carl Linnaeus নামেও পরিচিত (১৭০৭—১৭৭৮)। তিনি জীবের নাম ও শ্রেণিকরণের একটি পদ্ধতি

তৈরি করেছিলেন। তিনি জীবকে বিভক্ত করেছিলেন তাদের সাধারণ বৈশিষ্টট্য অনুযায়ী। এই পদ্ধতিটি

আজও ব্্যবহৃত হচ্ছে। এই পদ্ধতিতে জীবের বৈশিষ্টট্য অনুযায়ী শ্রেণিকরণ বা শ্রেণিবিন্্যযাস করা হয়।

শ্রেণিবিন্্যযাসের ক্ষুদ্রতম একক হচ্ছে ‘প্রজাতি’ (species), যেখানে সর্্ববাধিক সাদৃশ্ ্যপূর্্ণ বৈশিষ্ট্যের

জীবগুলোোকে অন্তর্্ভভুক্ত করা হয়। প্রজাতি বলতে বুঝায় বিভিন্ন বৈশিষ্ট্যের সর্্ববাধিক মিলসম্পন্ন জীবসমূহকে,

যারা নিজেদের মধ্্যযে প্রজননের মাধ্্যমে সন্তান জন্ম দিতে সক্ষম, যারা পরবর্্ততী সময়ে নিজেরাও তাদের


মতোো বৈশিষ্টট্যসম্পন্ন সন্তান জন্ম দিতে পারে।

একই ধরনের প্রজাতিগুলিকে একত্রিত করা হয় আরেকটি এককে—যাকে বলা হয় ‘গণ’ (genus)।

যেমন, কুকুর, নেকড়ে, শিয়াল একই গণ-এর অন্তর্্ভভুক্ত । কিন্তু তারা আলাদা প্রজাতি।

এরই ধারাবাহিকতায় একই ধরনের ‘গণ’গুলোোকে অন্তর্্ভভুক্ত করা হয় ‘গোোত্র’ (family)-তে। গোোত্র হচ্ছে

গণ-এর উপরের ধাপ এবং গোোত্রের ভেতরে গণের তুলনায় জীবের মাঝে কম সাদৃশ্ ্য দেখা যায়।

একই বৈশিষ্টের অধিকারী গোোত্রগুলিকে ‘বর্্গ’ (order) এর অন্তর্্গত করা হয়। যেমন, কুকুর Carnivora

বর্্গগের প্রাণী। কুকুর, নেকড়ে, শিয়াল সমগোোত্রীয় এবং এদেরকে যে বর্্গগে অন্তর্্ভভুক্ত করা হয়েছে, বিড়াল,

বেজী ও ভাল্লুকও একই বর্্গভুক্ত।


অধিজগত বা domain:

সকল প্্ররোটিস্টা, ছত্রাক,

আরো দেখুন