Loading..

উদ্ভাবনের গল্প

০২ মে, ২০২৪ ০৬:২৭ পূর্বাহ্ণ

ভয়ভীতি দুর করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।

আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে আমার এই উদ্ভাবন। 


আমি বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা জিনিস খেয়াল করেছি তাদের যে কোন সাংস্কৃতিক  প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বললে তারা গুটিয়ে থাকতো কেউ এগিয়ে আসতোনা ফলে আন্তঃপ্রাথমিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ অনেক প্রতিযোগিতায় আমার বিদ্যালয় ফাঁকা থাকতো। তাদের এই জড়তা দুর করার জন্য আমার এই কার্যক্রম।

আমি বিদ্যালয়ের বারান্দায় একটা বক্স রেখেছি যেখানে শিক্ষার্থীরা যে যেটা পারে সে সম্পর্কে একটা চিরকুটে লিখে জমা দিবে যেমন কেউ নাচ,গান,আবৃত্তি, অভিনয় ইত্যাদি। সেটা উম্মুক্ত থাকবে রবিবার থেকে বুধবার পর্যন্ত।তারপর এই বক্স খোলা হবে এবং যে যেটা পারফর্ম করবে তাদের পুরস্কৃত করা হয়।এভাবে একজন দুইজন হতে হতে এখন আমার বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী তাদের জড়তা কাটিয়ে উঠতে পেরেছে। এখন কোন শিক্ষার্থী কে কোন প্রতিযোগিতার জন্য আর জোর করে টেনে আনতে হয়না।বিদ্যালয়ে প্রতিযোগিতা করে তাদের আন্তঃ প্রাথমিক সহ সকল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করাতে হয়।আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা বড় আনন্দের বিষয়।