Loading..

ভিডিও ক্লাস

০৪ মে, ২০২৪ ০৯:১৫ অপরাহ্ণ

DNA-এর গঠন
  • Watson ও Crick প্রদ্ত্ত ডাবল হেলিক্স মডেল অনুযায়ী -১.  DNA  অনু দ্বিসুত্রক, ডান থেকে বাম দিকে ঘুরানো সিঁড়ির ন্যায়, যাকে ডাবল হেলিক্স বলে। ২. সুত্র দুটি সমদৃুরত্বে বিপরীতমুখী  ( একটি ৫‘-৩‘ কার্বন মুখী অপরটি ৩‘-৫‘ মুখী) হয়ে অবস্থান করে। ৩. সুত্র দুটি পেন্টোজ সুগ্যার বা ডিঅক্সিরাইবোজ সুগ্যার ( S) ও ফসফেটের (P) এর সমন্বয়ে গঠিত। ৪. সুত্র দুটির মাঝখানে একজোড়া নাইট্রোজেন বেজ (A=T বা GC) দিয়ে। ৫। সুত্রক দুটির মাঝের দুরত্ব 20 A এবং প্রতিটি প্যাঁচের দুরত্ব 34 A । ৬। প্রতিটি প্যাচের স্যুগার ও বেজ মিলে হয় নিউক্লিওসাইড ও ফসফেট যোগে হয় নিউক্লিওটাইড। ৭। প্রতিটি প্যাচে মনোনিউক্লিওটাইডের সংখ্যা ১০ জোড়া। ৮। DNA-এর আনবিক ওজন 106-109 kDa            

আরো দেখুন