Loading..

ভিডিও ক্লাস

০৪ মে, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ

মানুষের দন্ত সংকেত

দন্ত সংকেত: মানুষের চোয়ালের মোট দাঁতের সংখ্যা ও ধরণ প্রকাশের ফর্মুলা। প্রাপ্তবয়স্ক অবস্থায় মানুষের প্রত্যেক চোয়ালের দন্তকোটরে ১৬ টি দাঁত থাকে। চোয়ালের সামনে ৪ টি কর্তন, এর দুপাশে ১টি করে ছেদন, ছেদনের পাশে ২টি করে অগ্রপেষণ এবং চোয়ালের দুপাশে রয়েছে ৩টি করে পেষণ দাঁত। একটি সরল রেখার উপর ও নিচে বিভিন্ন প্রকার দাঁতের ইংরেজি নামের প্রথম অক্ষর লিখে ঐ ধরনের দাঁত প্রতি চোয়ালের অর্ধাংশে কটি আছে তা লেখা হয়। এর পর প্রতি চোয়ালের অর্ধাংশের মোট দাঁতের সংখ্যাকে ২ দিয়ে গুন করে উভয় চোয়ালের দাঁতের সংখ্যা যোগ করলে মোট দাঁতের সংখ্যা পাওয়া যায়। 

  

আরো দেখুন