Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৪ মে, ২০২৪ ১১:৫৩ অপরাহ্ণ

টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশে ২য় বাকৃবি
img
MD.AMINUL ISLAM

সহকারী শিক্ষক

বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক, আঞ্চলিক ও বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ গ্রহণযোগ্য হলো টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে (টিএইচই)। টিএইচই এশিয়া বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং-২০২৪ এ অংশগ্রহণকারী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবস্থান যৌথভাবে দ্বিতীয়।

টিএইচই এশিয়া বিশ্ববিদ্যালয় (আঞ্চলিক) র‌্যাঙ্কিং-২০২৪ এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবস্থান ৩৫১ থেকে ৪০০ এর মধ্যে। এ র‌্যাঙ্কিংয়ে ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৪০১ থেকে ৫০০ এর মধ্যে।

২০২৪ এ বিশ্ববিদ্যালয়ের মোট প্রাপ্ত স্কোর ৩১ দশমিক আট, যা ২০২৩ সালে ছিল প্রায় ২৪। অর্থাৎ অবস্থান ও স্কোর উভয় ক্ষেত্রেই অনেক এগিয়েছে বাকৃবি।

এছাড়া এ বছর দেশের মোট নয়টি বিশ্ববিদ্যালয় টিএইচই এশিয়া বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং-২০২৪ এ স্থান করে নিয়েছে।

শুক্রবার (৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকরা।

আরো দেখুন