
প্রভাষক

১১ জুলাই, ২০২৪ ০৭:৫৭ অপরাহ্ণ
প্রভাষক
ধরনঃ মাদ্রাসা শিক্ষা
শ্রেণিঃ একাদশ
বিষয়ঃ অর্থনীতি ২য় পত্র
অধ্যায়ঃ তৃতীয় অধ্যায়
হাইটেক শিল্প (Hi-Tech Industry): হাইটেক কথাটি হাইটেকনোলজি শব্দের সংক্ষিপ্ত রূপ। আর হাইটেকনোলজি মানে উচ্চ প্রযুক্তি গুণসম্পন্ন। তাহলে হাইটেক শিল্প বলতে উচ্চ প্রযুক্তিভিত্তিক শিল্পকে বোঝায়। এ শিল্পে উন্নত প্রযুক্তি ও কলাকৌশল প্রয়োগের মাধ্যমে উৎপাদনকাজ পরিচালনা করা হয়। একবিংশ শতাব্দীর শুরু থেকেই হাইটেক শিল্পের আয় জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে, যা কম্পিউটারভিত্তিক ইলেকট্রনিক্স পণ্যের মাধ্যমে পরিচালিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, বর্তমানে পণ্য উৎপাদনের জন্য যেসব মেশিনারিজ ব্যবহার করা হয় তা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। ফলে স্বল্প সময়ে অধিক পরিমাণে উৎপাদন হয়। এছাড়া ব্যাংক, বিমা, অফিস- আদালতে যেসব উন্নত সফটওয়্যারের মাধ্যমে অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করা হয়, তা হাইটেক শিল্পের অন্তর্গত। মূলত হাইটেক শিল্প হলো যেকোনো উৎপাদন কার্যক্রমকে সহজ করার উপায়সংবলিত সর্বাধুনিক প্রযুক্তিগত শিল্প, যা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে