Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

রিসেট

১৬ আগস্ট, ২০২৪ ০২:৫১ অপরাহ্ণ

ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি

ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে।


চিত্রের সাহায্যে ব্যাখ্যা: ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। চিত্রে OX অক্ষে দ্রব্যের পরিমাণ (Q) এবং OY অক্ষে MU নির্দেশ করা হয়েছে। MU হলো প্রান্তিক উপযোগ রেখা। এ রেখার নিম্নগামীতাই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির জ্যামিতিক প্রকাশ। MU রেখা নিম্নগামী হওয়ার অর্থই হলো দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে।দ্রব্য ভোগের পরিমাণ ১ একক হলে MU হয় ৪ ইউটিল, ২ একক হলে MU হয় ৩ ইউটিল, ৩ একক হলে MU হয় ২ ইউটিল, ৪ একক হলে MU হয় ১ ইউটিল এবং ৫ একক হলে MU হয় । ইউটিল। ৬ষ্ঠ এককে অতৃপ্তি পায় অর্থাৎ তারপর MU ঋণাত্মক হওয়ায়, MU রেখা আনুভূমিক অক্ষের নিচে অবস্থান করে। প্রাপ্ত a, b, c, d, e, f বিন্দুগুলো যোগ করে প্রান্তিক উপযোগ (MU) রেখা পাওয়া যায়। এভাবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির জ্যামিতিক ব্যাখ্যা প্রদান করা যায়।

মন্তব্য করুন

সম্পর্কিত পোস্ট