প্রধান শিক্ষক
১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ
মেরুদন্ড ও অমেরুদন্ড প্রাণী ৩য়
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ তৃতীয়
বিষয়ঃ প্রাথমিক বিজ্ঞান
অধ্যায়ঃ অধ্যায় ১
মেরুদণ্ডী (Vertebrates) প্রাণীর মেরুদণ্ড আছে। অর্থাৎ দেহের ভেতর কঙ্কাল থাকে।
♦ পাখনা কিংবা পা থাকে।
♦ মানুষ ছাড়া প্রায় সব মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে।
♦ ফুলকা কিংবা ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালায়।
♦ মেরুদণ্ডী শ্রেণিভুক্তদের মধ্যে আছে—স্তন্যপায়ী, উভচর, মৎস, সরীসৃপ, পক্ষী ইত্যাদি।
♦ অমেরুদণ্ডী (Invertebrates) প্রাণীর মেরুদণ্ড নেই। অর্থাৎ দেহের ভেতর কঙ্কাল থাকে না।
♦ চোখ সরল প্রকৃতির বা একটি চোখের ভেতর অনেকগুলো চোখ থাকে।
♦ অমেরুদণ্ডী শ্রেণির মধ্যে অনেক ধরনের প্রাণী আছে। কিছু কিছু প্রাণী আছে যেগুলো খালি চোখে দেখা যায় না (যেমন—অ্যামিবা)।
♦ পতঙ্গ শ্রেণিভুক্ত প্রাণীদের অধিকাংশই অমেরুদণ্ডী।
এদের দেহ তিনটি অংশে বিভক্ত—মস্তক, বক্ষ ও উদর।