Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

রিসেট

২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ণ

৩য় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ৩ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

১। শূন্যস্থান পূরণ কর।
১) বরফ হচ্ছে পানির — অবস্থা।
২) পানি — হলে বরফে পরিণত হয়।
৩) পানিকে — দিলে জলীয় বাষ্পে পরিণত হয়।
৪) সকল জিনিস — দিয়ে তৈরি।
উত্তর : ১) কঠিন, ২) অনেক বেশি ঠাণ্ডা, ৩) তাপ, ৪) পদার্থ।
২। সঠিক উত্তরটিতে (√) টিক চিহ্ন দাও।
১) কোনটি কঠিন পদার্থ?
ক. পানি খ. জলীয় বাষ্প
গ. ফলের রস √ঘ. আইসক্রিম
২) কোনটি তরল পদার্থ?
√ক. তেল খ. জলীয় বাষ্প
গ. বুদবুদ ঘ. বরফ
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
১) পানির তিনটি অবস্থার নাম কী?
উত্তর : পানি তিন অবস্থায় থাকতে পারে। পানির এই তিনটি অবস্থা হলোÑ কঠিন, তরল ও বায়বীয়।
২) পদার্থ কী ব্যাখ্যা কর।
উত্তর : যার আয়তন ও ওজন আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। পদার্থ ভারী বা হালকা, গোল বা যেকোনো আকারের, নরম বা শক্ত হতে পারে। যেমনÑ চেয়ার, টেবিল, বই ইত্যাদি।
৩) কঠিন এবং তরল পদার্থের মধ্যে দুইটি পার্থক্য লেখ।
উত্তর : কঠিন ও তরল পদার্থের মধ্যে দুটি পার্থক্য নিচে দেওয়া হলোÑ
কঠিন পদার্থ তরল পদার্থ
১. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে। ১. তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই।
২. কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয়। যেমনÑ বরফকে তাপ দিলে পানি হয়। ২. তরল পদার্থকে তাপ দিলে বায়বীয় পদার্থে পরিণত হয়। যেমনÑ পানিকে তাপ দিলে জলীয় বাষ্পে পরিণত হয়।
৪) বায়বীয় পদার্থের দুইটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : বায়বীয় পদার্থের দুইটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলোÑ
১. বায়বীয় পদার্থের নির্দিষ্ট ওজন আছে।
২. বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই।
৫) পাঁচটি তরল পদার্থের নাম লেখ।
উত্তর : পাঁচটি তরল পদার্থের নাম নিচে লেখা হলোÑ
ক) পানি, খ) দুধ, গ) ফলের জুস, ঘ) তেল, ঙ) মধু।
৪। বামপাশের বাক্যের সাথে ডানপাশের শব্দের মিল কর।
যে পদার্থের নির্দিষ্ট আয়তন এবং আকার থাকে তরল পদার্থ
যে পদার্থ একটি বদ্ধ পাত্রের পুরো জায়গা দখল করে কঠিন পদার্থ
যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই বায়বীয় পদার্থ
উত্তর :
যে পদার্থের নির্দিষ্ট আয়তন এবং আকার থাকে কঠিন পদার্থ।
যে পদার্থ একটি বদ্ধ পাত্রের পুরো জায়গা দখল করে বায়বীয় পদার্থ।
যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই তরল পদার্থ।

মন্তব্য করুন

সম্পর্কিত পোস্ট