
সহকারী শিক্ষক
০৮ মার্চ, ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ
সহকারী শিক্ষক
আমরা প্রাথমিক শিক্ষকরা শুধুমাত্র পাঠদানেই সীমাবদ্ধ নই। শিক্ষা পরিচালনার বাইরে আর কি কি কাজ করি তা ভিডিও তে তুলে ধরেছি।
নেতৃত্বের গল্পে তুলে ধরলাম আমাদের কাজ--
যদিও সব কাজ নিয়ে আসতে পারি নি,,সকল ছবিগুলো সংরক্ষণে ছিল বলে।
শিশু জরিপ, ভোট গ্রহণ, ভোটার তালিকা হালনাগাদ, শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরি, মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক, হোম ভিজিট, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর খবর নেয়া, উপবৃত্তির কাজ, কনটেন্ট তৈরি, করোনাকালীন সময়ে শিশুদের টিকাকার্ডের কাজ ও এইচপিভি টিকা কার্ডের কাজ, ক্যাচমেন্ট এরিয়া ম্যাপের কাজ, জরিপ, কাব কার্যক্রম, বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ (অনলাইন/অফলাইন), শিশুদের ও বিদ্যালয়ের পরিস্কার-পরিচ্ছন্নতা দেখা, পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাকটিভিটিস নিয়ে কাজ করা, প্রায় ১০টা রেজিস্ট্রার লিখন, গাড়িচালক, শিক্ষা অফিসের ৬০% কাজ ইত্যাদি।
এছাড়াও আরো একাধিক কাজ আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ করে থাকি।
আমরা দেশের বিভিন্ন কাজের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এবং নেতৃত্ব দিয়ে থাকি।
উপস্থাপনায় আমি মোছা: আয়েশা আক্তার
সহকারী শিক্ষক
ফাগুয়াড়দিয়াড় সপ্রাবি
বাগাতিপাড়া, নাটোর।