Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

রিসেট

১৯ মার্চ, ২০২৫ ০৫:৪৪ অপরাহ্ণ

ক্যাবল জয়েন্ট সুবিধা কি

                       ক্যাবল জয়েন্ট সুবিধা কি:



১। জয়েন্টের স্থানে যাতে কোন প্রকার লুজ কানেকশন হতে না পারে।
২। জয়েন্টের স্থানে বিদ্যুৎ পরিবাহিতা অন্য স্থানের মত বিদ্যমান থাকে।
৩। জয়েন্ট অনেক শক্ত মজবুত হয়।
৪। টানের ফলে জয়েন্ট ছুটে আসতে না পারে।
৫। জয়েন্ট অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

ক্যাবল জয়েন্ট এর ধাপ কয়টি:
একটি আদর্শ জয়েন্টের পাঁচটি ধাপ রয়েছে যা নিচে দেওয়া করা হলো:
১। ক্যাবল এর আবরণ সরানো।
২। ভালোভাবে ভিতরের কন্ডাক্টর পরিষ্কার করা।
৩। সুন্দর ভাবে জয়েন্ট করা
৪। সোল্ডারিং করা।
৫। টেপিং করা।

মন্তব্য করুন

সম্পর্কিত পোস্ট