Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

রিসেট

২২ মার্চ, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ

সিরিজ সার্কিট ও এর ব্যবহার

সিরিজ সার্কিট এর সংজ্ঞা :
প্রথম রেজিষ্টরের ২য় প্রান্ত, দ্বিতীয় রেজিষ্টরের ১ম প্রান্ত, দ্বিতীয় রেজিষ্টরের ২য় প্রান্ত তৃতীয় রেজিষ্টরের ১ম প্রান্ত এই ভাবে দুই বাততোধিক রেজিষ্টরের একটি পর একটি সংযোগ করা হয় তাকে সিরিজ সার্কিট বলে।
সিরিজ  সার্কিটের বৈশিষ্ট্য: কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকবে। এখানে রেজিস্টার এর মাধ্যমে দেখানো হয়েছে লোডের ক্ষেত্রে একই রকম সংযোগ করতে  হবে।


সিরিজ সার্কিট এর ব্যবহার:
১. সিরিজ সার্কিট বিভিন্ন আলোকসজ্জার কাজে ব্যবহার করা হয়।
2. বৈদ্যুতিক মোটর, জেনারেটরের কোয়েলকে সিরিজ সংযোগ করা হয়।
3. টর্চ লাইট, রেডিও, ইলেকট্রিক ঘড়ি, টেলিভিশন ইত্যাদি লোডে ভোল্টেজ নিয়ন্ত্রণ করার জন্য সিরিজ সার্কিট ব্যবহার করা হয়।
4. ভোল মিটারের সাথে মাল্টিপ্লেয়ার হিসেবে সিরিজ সার্কিট ব্যবহার করা হয়।

মন্তব্য করুন

সম্পর্কিত পোস্ট