
ট্রেড ইন্সট্রাক্টর

২২ মার্চ, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ
ট্রেড ইন্সট্রাক্টর
ধরনঃ কারিগরি শিক্ষা
শ্রেণিঃ নবম
বিষয়ঃ জেলারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (প্রথম পত্র)
অধ্যায়ঃ পঞ্চম অধ্যায়
পাঠঃ বৈদ্যুতিক সার্কিট
সিরিজ সার্কিটের সুবিধা:
১/ ভোল্টেজ বেশি হলে একাধিক লোড কে সিরিজ কানেকশন
করে ব্যবহার করা যায়।
২/ সিরিজে ব্যবহৃত ডিভাইস গুলো দীর্ঘস্থায়ী হয়।
৩/ সিরিজ সার্কিটে প্রতিটা লোডে একই কারেন্ট
প্রবাহিত হয়।
৪/ সিরিজ সার্কিটে কারেন্ট এর মান স্থির থাকে কোনো
পরিবর্তন হয় না।
৫/ একটি সুইচ এর মাধ্যমে সবগুলো নিয়ন্ত্রণ করা যায়।
সিরিজ সার্কিট এর অসুবিধা:
১/ যেকোনো একটি লোড নষ্ট হলে বাকিগুলো অকেজো হয়ে
যায়।
২/ একটি লোড চালানোর প্রয়োজন হলে তা সম্ভব হয় না।
৩/ সবগুলো লোডের মান একই হতে হবে। না হলে ভোল্টেজ এর
তারতম্য দেখা যাবে।
৪/ সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হয়ে যায় ফলে অধিক
লোড হলে সঠিক কাজ করে না।
৫/ লোড যত বেশি হয় রেজিস্ট্যান্স ততোই বাড়তে থাকে।