
সহকারী শিক্ষক
১২ মে, ২০২৫ ০৬:৫৩ পূর্বাহ্ণ
সহকারী শিক্ষক
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এখানে প্রধান সমস্যা দারিদ্র্য। যেখানে শিক্ষা অনেকের কাছে এক অন্য দুনিয়া। পড়াশোনার লক্ষ থাকে একটা কর্মসংস্থান। তাই শিক্ষার মূল উদ্দেশ্য থেকে যায় অন্তরায়।
প্রাথমিক শিক্ষা এরকম পরিবেশে পরিচালনা করাই সব চেয়ে বড় চ্যালেন্জ। একবিংশ শতাব্দীর এই সভ্যতার টিকে থাকার প্রতিযোগিতায় আমরা অনেক পিছিয়ে। শত বাঁধা থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে উন্নত প্রাথমিক শিক্ষা প্রদান করতে। শিক্ষার বিস্তারের ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
৩য় বিশ্বে বাংলাদেশ থাকার পরেও মানসম্মত শিক্ষা বজায় রাখার জন্য বিভিন্ন কার্যক্রম করা হয়। শিক্ষকদের নিয়মিত ট্রেনিং,বিদ্যালয় ভবনের উন্নয়ন,শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা প্রদান,উপবৃত্তিসহ নানান কার্যক্রম পরিচালনা হয় যা আমাদের মত উন্নয়নশীল দেশের জন্য বড় প্রদেক্ষপ।
নতুন বাংলাদেশে আমরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। দারিদ্র্যকে পিছনে ফেলে এগিয়ে যাবে। নিরক্ষর মুক্ত বাংলাদেশ হবে। নতুন চ্যালেন্জকে গ্রহণের মাধ্যমে এগিয়ে যাবে আমাদের এই দেশ।
ছোট সোনামণিদের শিক্ষা দেওয়ার চেয়ে বড় আনন্দের আর কিছু নেই। তাদের মনের অজান্তে শিখিয়ে দেই অজানা অনেক কথা। মহান এই দায়িত্ব পালনে শিক্ষকদের ভূমিকা অপরিমাপযোগ্য।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিতের মাধ্যমে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে এই লাল-সবুজের বাংলাদেশ।নতুন দীপ্ত শফতে এগিয়ে যাবে প্রাথমিক শিক্ষা।