
সহকারী শিক্ষক

১৬ মে, ২০২৫ ০৮:১৮ পূর্বাহ্ণ
সহকারী শিক্ষক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ ষষ্ঠ
বিষয়ঃ আনন্দ পাঠ বাংলা দ্রুত পঠন
অধ্যায়ঃ গল্প-১
'সাত ভাই চম্পা' রূপকথা-জাতীয় একটি গল্প। মূলত গল্পটিতে , ছোটো রানির সন্তান হলে বড়ো রানীরা হিংসায় ফেটে পড়ে। তারা ছোটো রানির সাতটি ছেলে ও একটি মেয়েকে হাঁড়িতে করে সরা-চাপা দিয়ে পাঁশগাদায় পুঁতে রাখে। একসময় সাতটি ছেলে সাতটি চাঁপা ফুলগাছ এবং মেয়েটি একটি পারুল ফুলগাছে পরিণত হয়। মালি পূজার জন্য একদিন সেই বাগানে ফুল তুলতে গেলে পারুল তার ভাইদের ডেকে বলে 'সাত ভাই চম্পা জাগো রে'। ভাইয়েরা মালিকে ফুল না দিয়ে একে একে রাজা, বড়োরানীদের এবং সব শেষে ঘুঁটে-কুড়ানি ছোটোরানীকে ডেকে পাঠায়। ছোটোরানীকে নিয়ে আসার পর বড়োরানিদের ষড়যন্ত্র ধরা পড়ে। রাজা বড়োরানীদের রাজপ্রাসাদ থেকে বের করে দেন এবং ছোটোরানী, সাত রাজপুত্র ও রাজকন্যা পারুলকে নিয়ে প্রাসাদে ফিরে আসেন।