Loading..

নেতৃত্বের গল্প

রিসেট

১৭ মে, ২০২৫ ০৩:২৪ অপরাহ্ণ

নেতৃত্বের গল্প_বেলায়েত হোসেন_ইংরেজী শব্দ ভান্ডার শিখি ৩

০৫ নং দক্ষিণ জনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালকিনি, মাদারীপুরে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করার পর আমার দৈনন্দিন কাজগুলোতে নতুনত্ব ও মজার মজার কৌশল প্রয়োগ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় বিভিন্ন বিষয়ের কার্যক্রমে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করি। বিদ্যালয়টিতে যোগদান করার পর লক্ষ্য করলাম শিক্ষার্থীরা খেলারছলে শিখতে পছন্দ করে। প্রায় সকল ক্লাসেই শিক্ষার্থীরা ইংরেজীতে কিছুটা ‍দূর্বল। বিশেষ করে শ্রেণিকক্ষে ইংরেজী বিষয়ে পাঠ ও নেতৃত্ব দেয়ার আগ্রহের সমস্যা অনেক বেশী।

 

এরপর শ্রেণিকক্ষে কিছুটা বৈচিত্র আনলাম। কার্যক্রমগুলো অংশগ্রহণমূলক ও মজাদার করলাম। প্রতিদিন কিছু কিছু সহজ বিষয় নিয়ে আলোচনা করতাম ও কাছে থেকে বলতে দিতাম, অন্যদের জিজ্ঞেস করতাম বলতে পারে কিনা। পড়তে ভুল হলো কিনা তা জানতে চাইতাম। এভাবে বেশ কিছু দিন সহযোগীতা করলাম। কিছুদিন পর দেখা গেল সামান্য পরিবর্তন হয়েছে। ওদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, শিখন ফলপ্রসু হচ্ছে।

 

তারপর একটু ভিন্ন কৌশল অবলম্বন করলাম। ভিডিও করার আগ্রহ প্রকাশ করলাম। এবার দেখাগেলো ওরা আরো বেশি সিরিয়াস হয়ে গেল, প্রস্তুতি নিচ্ছে এবং ভিডিও শ্যুট হবে শুনে সকল শিক্ষার্থী এক্সাইটেড। আমিও সুযোগটা কাজে লাগালাম। খুব সাদামাটা করে ওদের ভিডিওগুলো রেকর্ড করলাম। ওরা নিজেরা সিরিয়াল করে নিলো কারটা আগে হবে, তারপর কে কোনটা করবে। কি হবে এমন। আমি আইডিয়া করে দিতাম।

 

আমি লক্ষ্য করলাম ওদের মধ্যে নেতৃত্ব এসেছে, যারা ভাল বলতে পারছে তারা অন্যকে শেখাচ্ছে, কৌশল বলে দিচ্ছে। কয়েকজনের বেশ ইতিবাচক মনোভাব দেখলাম। যেমন যখন বললো তুমি সহজ একটা পাঠ পড়বে, না পারলে বলবে। আমরা সহযোগীতা করব। অর্থাৎ দলে যুক্ত করার এবং সংখ্য বৃদ্ধি করার কৌশল ওরাই অবলম্বন করছে।

 

আমার চাওয়া শিক্ষার্থী কেন্দ্রিক হোক সকল কাজ। ওরাই আমাদের টার্গেটগ্রুপ, তাই ওদের স্থায়ী উন্নয়ন, ওদের শিখন স্থায়ী হয় এমন কাজ আমি সবসময় চাই।

 

আমার এমন কৌশল অবলম্বন করার কারণে এখন শ্রেণিকক্ষেই সমস্যা সমাধান দেয়ার প্রতিযোগীতা শিক্ষার্থীদের তৈরি হয়েছে, উপস্থাপনা করতে পারছে ভিডিওতে। ইনশাল্লাহ্ পরবর্তীতে এমন কাজের ভিডিও এবং গল্প আপনাদের সামনে আসবে। এটি আমার পঞ্চদশ তম নেতৃত্বের গল্প।

 

আমার কর্মরত প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে অনেক ইতিবাচক পরিবর্তন আসছে এবং সবগুলো এটুআই ও শিক্ষক বাতায়নের গুণী শিক্ষককে অনুকরণের মাধ্যমে। বাতায়নে আপলোডকৃত বিভিন্ন সফলতার গল্প, নেতৃত্বের গল্প ও উদ্ভাবনী আইডিয়া, বিভিন্ন সাকসেস স্টোরী দেখতাম আর আর স্বপ্ন বুনতাম আমি যদি এমনটা পারতাম। সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ করে দিচ্ছেন। কৃতজ্ঞতা জানাই মহান রবের প্রতি। আমাদের আবেগ ও আবেগমাখা প্রচেষ্টাগুলো উপস্থাপনের সুযোগ করে দেয়ায় আমি এটুআই ‍ও শিক্ষক বাতায়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

বেলায়েত হোসেন

সহকারী শিক্ষক

০৫ নং দক্ষিণ জনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়,

কালকিনি, মাদারীপুর।

0171৫২০৫৭৬৫।


মন্তব্য করুন