Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৮ ফেব্রুয়ারি , ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

কি অপরূপ সৌন্দর্য
আমর বড় ছেলে মোঃ আশিক--এলাহী। আগামী ১৯শে জুন বয়স ৯ বৎসরপূর্ণ হবে। কম্পিউটারে হাতেখড়ি সেই ২ বৎসর বয়স থেকে। কম্পিউটারে গান শেনা, সিনেমা দেখা, গেমস খেলা, লেখালেখির কাজ এমনকি ইন্টারনেট ব্যবহার করে Google-সার্চ এর মাধ্যমে বিভিন্ন কর্টুন ছবি খুজে বের করে সেগুলিকে কম্পিউটারে ডাউনলোড করার কাজগুলি সে করে আসছে অনেক আগে থেকেই। হঠাৎ-ই মনে হল তাকে একটু কন্টেন্ট তৈরির কাজ শিখালে কেমন হত। ভাবনা থেকেই কাজ শুরু। লেখালেখি সে আগে থেকেই পারে সেটি ইংরেজি কিংবা বাংলা ইউনিকোড হোক। আমি কেবল লেখায় কিভাবে এ্যানিমেশন দিতে হয় এবং একটি ছবি Insert করে সেটিকে কিভাবে Crop করতে হয়, Border দিতে হয় এবং এ্যানিমেশন দিতে হয় এমনকি এ্যানিমেশনগুলিকে কিভাবে ধারাবাহিক ভাবে সাজাতে হয় সেটি একবার দেখিয়ে দিয়েছি। বাকিগুলি সে কাল থেকে শুরু করে  আজ পর্যন্ত এটুকু করতে পেরেছে। কেমন হল সেটি কোন বিষয় নয় বিষয়টি হল এটি তার প্রথম কাজ  তাই সেটিকে তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তার ইচ্ছা কম্পিউটার প্রকৌশলী হওয়ার। শুভকামনা রইল আপনারদের জন্য।
 
যারা মন্তব্য করেছেন এবং করছেন তাদের জন্য আমার এবং আমার ছেলের পক্ষথেকে রইল অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।

আরো দেখুন