Loading..

উদ্ভাবনের গল্প

২৬ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

স্বপ্নের স্কুল গড়ি, নিজেকে দিয়ে শুরু করি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার অজ পাড়া গায়ে ১৯৬৭ সালে নোয়াগাও উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০১৬ সালে অত্র বিদ্যালয়ে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। তাই আমরা সরকারিভাবে মাল্টিমিডিয়া সরঞ্জামাদি পাইনি। আমি বসে না থেকে আমার এক বন্ধুর নিকট থেকে অনুদান নিয়ে বিদ্যালয়ের জন্য মাল্টিমিডিয়া সরঞ্জামাদি ক্রয় করে আনি। তারপর থেকে আমি মাল্টিমিডিয়া ক্লাশ পরিচালনা করে থাকি। পাশাপাশি আমার সহকর্মিদের ইনহাউজ প্রশিক্ষণ প্রদান করে থাকি। তারাও মাল্টিমিডিয়া ক্লাশ নিয়ে থাকেন। যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতি আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে, শিক্ষার্থীরা মনযোগ সহকারে পাঠ উপলব্দি করে থাকে এবং নিজেরা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকে।

পাশাপাশি আমি ৭ম শ্রেণির শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করে দিয়েছি। প্রতিদিন প্রত্যেক দলের শিক্ষার্থীদের উপস্থিতির হার, পাঠ উপস্থাপন, শৃংখলা, পোষাক, আচরণ ইত্যাদির উপর ভিত্তি করে নম্বর প্রদান করা হয়। সেই নম্বরের উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে সেরা দল ঘোষনা করা হয় এবং সেরা দলকে পুরষ্কার প্রদান করা হয়। ফলে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের আগের চেয়ে উনেক উন্নতি হয়েছে।