Loading..

উদ্ভাবনের গল্প

২৭ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

স্বপ্নের স্কুল গড়ি নিজেকে দিয়ে শুরু করি। লালমোহন সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়

 সুধীবৃন্দ,

নিজকে দিয়ে শুরু করলাম। আমার কার্যকরমের বেশির ভাগেই শিক্ষার্থী কেন্দ্রিক।

ঐতিহ্যবাহী লালমোহন সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ঐতিহ্যের ধারাবাহিকতায় আমার এ পরিকল্পনা।

চলুল একবার ঘুরে দেখি......

১। MMC

২। মাল্টিমিডিয়া ক্লাস।

৩। শিক্ষক বাতায়ন ।

৪। কিশোর বাতায়ন।

৫। ডিজিটাল ল্যাব ব্যাবহার। 

৬। বৃক্ষরোপোন ।

৭।আইসিটি বিষয় প্রতিযোগিতা ।

৮। চিত্র অংকন প্রতিযোগিতা ।

৯। বিজ্ঞান মেলার আয়োজনে শিক্ষার্থীদের কার্যক্রমে উৎসাহিত করা ।

১০। স্কুলের উপস্থিতি।  

১১। ক্লাস পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য নিজের অর্থায়নে পুরুষ্কৃত করা ।

 স্বপ্নের স্কুল তৈরির সৃজনশীলতা সহ বিভিন্ন কলা কৈশল ও পদ্ধতি অবলম্বন করে অনাগ্রহ শিক্ষার্থীদের সহ সকল শিক্ষার্থীদের ক্লাসের   প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য ক্লাস সমূহের একটি। 

 এবার দেখানো হলো হাতে কলমে বিজ্ঞান শিক্ষা .........