Loading..

উদ্ভাবনের গল্প

২৯ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের সৃজনশীল কাজের প্রশিক্ষণ প্রদান করি, সৃজনশীল মেধা বিকাশে সহয়াতা করি ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এটুআই কর্তৃক গৃহীত 'স্বপ্নের স্কুল গড়ি, নিজেকে দিয়ে শুরু করি' এই উদ্যোগের আওতায় স্বপ্নের স্কুল গড়ার কাজে  করছি আমি  মোঃ জাকিরুল ইসলাম, মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ ঝিনাইদহ।  আমি আমার স্কুলের  কিছু সমস্যা চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করি।

বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কিশোর বাতায়নে সদস্যকরন ।

আমি চিন্তা করি বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থীদের কিশোর বাতায়নে সদস্যকরন কি ভাবে করবো । তখন চিন্ততা করলাম যদি বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের কিশোর বাতায়নে সদস্যকরন প্রশিক্ষণ প্রদান করলে তারা নিজেরাই  কিশোর বাতায়নে সদস্য হতে পারবে এবং অন্য শিক্ষার্থীদের ও  সদস্য করতে পারবে। এর ফলে আমি কিছু দিনের মধ্যে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কিশোর বাতায়নে সদস্যকরন সম্ভব হই।

 

কিশোর বাতায়নে মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়র শিক্ষার্থীদের সফলতা

আমার জেলা আমার অহংকার প্রতিযোগীতায় ঝিনাইদহ জেলার ১২ জন শিক্ষার্থীদের মধ্যে আমার স্কুলের ৭ জন  শিক্ষার্থীদের পুরস্কার পায়