Loading..

উদ্ভাবনের গল্প

২৯ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

দূরে রাখি ভয়, গণিতকে করি জয়।

না বুঝে মুখস্ত করার ফলে শিক্ষার্থীদের মধ্যে গণিত ভীতি তৈরি হয়। গণিত হাতে কলমে না শিখতে পারার কারণে এবং সূত্রের সম্পাতন না জানার ফলে সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান ব্যহত হয়। ফলে শিক্ষার্থদের গণিত বিষয়ের ফলাফল ফারাপ করছে। এ উদ্ভাবনের দ্বারা শিক্ষার্থীরা হাতে কলমে গণিতের সূত্র গুলো প্রমান করতে পারবে, শিক্ষার্থীদের গণিতের প্রতি ভাললাগা তৈরি হবে, যার ফলে মজায় মজায় গণিত শিখবে এবং গণিতের ফলাফল আগের চেয়ে ভাল হবে, শিক্ষার্থীদের শিখন স্থায়ী হবে।