Loading..

উদ্ভাবনের গল্প

৩০ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

স্বপ্নের স্কুল গড়ি নিজেকে দিয়ে শুরু করি _ শিখন শেখানো কৌশল

স্বপ্নের স্কুল গড়ি নিজেকে দিয়ে শুরু করি এই প্রতিপাদ্য সামনে রেখে শ্রেনিকক্ষে পাঠদান করা হয়। আজ সপ্তম শ্রেণির আইসিটি বিষয়ে পাঠদান করার সময় এমনি একটি শিখন শেখানো পদ্ধতি ব্যবহার করা হয়। এই পাঠদান শেষে শিক্ষার্থীদের দলে ভাগ করে দেয়া হয়। এর তাদের আলোচনা শেষে প্রতি দলের একজন করে সামনে নিয়ে আসা হয়। এবং তারা কি শিখল তা যাচাই করা হয় । এমনি একটি কৌশল আজ প্রয়োগ করা হয়েছিল । শিক্ষার্থীদের দলে ভাগ করার পর তাদের হাতে একটি করে কম্পিউটারের যন্ত্রাংশ তুলে দেয়া হয়। এবং তা দেখে তারা সামনে এসে ওই যন্ত্রের নাম ও কাজ উল্লেখ করে ।

এমন একটি ক্লাস করতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। এবং শিক্ষার্থীরা হাতে কলমে প্রদর্শন পদ্ধতিতে সুন্দর ভাবে যন্ত্রের নাম ও কাজ তাদের হৃদয়ে গেথে যায়।