Loading..

উদ্ভাবনের গল্প

৩০ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

স্বপ্নের স্কুল গড়ি নিজেকে দিয়ে শুরু করি _ E -Academe ( Online Education )

 স্বপ্নের স্কুল গড়ি নিজেকে দিয়েই শুরু করি । এই প্রতিপাদ্য সামনে রেখে বিভাগীয় কন্টেন্ট কম্পিটিশনে একটি ডকুমেন্টারি তৈরি করেছিলাম ।

ই একাডেমী (  অনলাইনে পাঠদান )

শিক্ষার্থীরা ল্যাবে বসে  Go meeting  সফটওয়ারের মাধ্যমে দেশি বিদেশি শিক্ষকের ক্লাস করতে পারবে।

আমাদের নিজস্ব আইসিটি ল্যাবে বসে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার শিক্ষকের ক্লাস করতে সক্ষম হয়েছে।

শুধু তাই নয় চিরিরবন্দর উপজেলা লেবেলের দুইটি স্কুল   ( ১ ) আমেনা- বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ  ( ২ ) জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়  একই সাথে উক্ত সফটওয়ারের মাধ্যমে কানেক্ট হয়ে একজন শিক্ষকের ক্লাস করেছে।

শিক্ষারথীরদের আইসিটি ল্যাবে বসে  Go meeting  সফটওয়ারের মাধ্যমে একসাথে একটি নয় ডিজিট মিটিং আইডি এর মাধ্যমে তাদের পৃথিবীর যে কোন স্থানের অভিজ্ঞ শিক্ষকের ক্লাস করতে সক্ষম ।

আমি মনে করি সরকারের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে সরকারী ভাবে Go meeting  সফটওয়ার প্রদান করা হয়। তাহলে শিক্ষার্থীরা ল্যাবে বসে উপজেলা/ জেলা/ বিভাগ/ দেশের / বিদেশের অভিজ্ঞ শিক্ষকের পাঠদান গ্রহন করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। সেই সাথে ভিশন ২০২১ বাস্তবায়ন ও ২০৪১ এর পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।