Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ ফেব্রুয়ারি , ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

২য় স্থান (A+) অর্জন করায় নায়েম মহাপরিচালক মহোদয় ও পরিচালক মহোদয়ের নিকট থেকে পুরস্কার ও সনদপত্র গ্রহনের স্থির চিত্র।
#নায়েম
#শিক্ষা মন্ত্রণালয় , ধানমন্ডি, ঢাকা।
 
৩১ জন ICT প্রভাষকদের মধ্য প্রতিযোগিতায়
২য় স্থান (A+) অর্জন করায় মহাপরিচালক মহোদয় ও পরিচালক মহোদয়ের নিকট থেকে পুরস্কার ও সনদপত্র গ্রহনের কিছু স্থির চিত্র।
 
৩৪ তম ট্রেনিং কোর্স অন ICT, সারাদেশ থেকে ৩১ জন প্রভাষক ট্রেনিং এ অংশ গ্রহন করেন।
 
কলেজ পর্যায়ে ৩১ জন ICT প্রভাষক ট্রেনিং শুরু হয় ১১ সেপ্টেম্বর এবং শেষ হলো ১ অক্টোবর ২০১৮। ২১ দিন মেয়াদী ট্রেনিং। খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার ৪ দিন শিক্ষাসফর ছিল। অসম্ভব সুন্দর লাগছে শিক্ষা সফর।
 
ধন্যবাদ জানাই নায়েমের ICT ডিপার্টমেন্ট এর সকল শিক্ষক মহোদয় ও অতিথি শিক্ষক মহোদয়গণকে।
 
#ট্রেনিং মানে পেশাগত জীবনে দক্ষতা বৃদ্ধি করা। অাসুন অামরা দক্ষতা বৃদ্ধি করি এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার বা দেশ গড়ার কারিগর শিক্ষকগণ শিক্ষার্থীদের মাঝে আলো ছড়িয়ে দেই।
 
সবাই দোয়া করবেন অামার জন্য যেন মহান শিক্ষকতা পেশাটাকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি।

 

আরো দেখুন