Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৭ ফেব্রুয়ারি , ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

বিদ্যালয় পরিচ্ছন্নতা কার্যক্রমের চিত্র।

স্বপ্নের স্কুল গড়ি নিজেকে দিয়ে শুরু করি। গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয় জীবননগর, চুয়াডাঙ্গা  এই স্কুলের পরিচ্ছন্নতা কার্যক্রমের ব্যবস্থাপনায় রয়েছেঃ

১। প্রত্যেক ক্লাসে রোল নং অনুযায়ী দল ভাগ করা হয়েছে । প্রত্যেক দলে একজন দলনেতা আছে তারা পালাক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে থাকে।

২। প্রত্যেক ক্লাসে ঢাকনা যুক্ত  টিনের ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে।

৩। ডাস্টবিন পুর্ন হয়ে যাবার পর ময়লা ফেলার জন্য স্কুল সিমানা প্রাচীরের ভিতরে পাকা ঢাকনা যুক্ত স্লাব বসানো কুয়ার ব্যবস্থা করা হয়েছে।

৪।সপ্তাহে আর্বজনা পুড়ানোর ব্যবস্থ্যা শিক্ষার্থীরায় করে থাকে।

৫। স্কুল আঙিনা আরও সবুজ করে তুলার জন্য বৃক্ষরোপন করা হয়েছে।

৬।পরিচ্ছন্নতা কার্যক্রমের সরঞ্জামাদি ক্রয় করার জন্য অর্থনৈতিক ফান্ড এর ব্যবস্থা করা হয়েছে এর অর্থ ক্লাস ক্যাপ্টেন এর কাছে জমা থাকে।

প্রয়োজনে আরো ব্যবস্থা গ্রহন করে একটা পরিছন্ন স্কুল গড়ে তুলতে আমরা সক্ষম হবো বলে আশা রাখি।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি