Loading..

খবর-দার

১৫ মার্চ, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ইন হাউজ প্রশিক্ষণ ।

শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, গুনগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষকদের পেশাগত ও দক্ষতার উন্নয়ন এবং SDG 4 এর লক্ষ্য অর্জনের বিষয়ে মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ে উল্লেখিত বিষয়ে ইন হাউস প্রশিক্ষণের আয়োজন করা হয়- Using ICT Tools, Using MMC apps, Using mukthopaath & registration, Using creative question evaluation, Using teacher’s portal, Using digital content, Solution of computer troubleshooting.
“স্বপ্নের স্কুল গড়ি, নিজেকে দিয়ে শুরু করি”
১। শিখন পরিবেশ ২। শিখন-শেখানো পদ্ধতি ৩। শিক্ষক, শিক্ষার্থী বা অভিভাবকদের দক্ষতা বৃদ্ধি
৪। সৃজনশীল দক্ষতা (6CAP: Creativity, Critical Thinking & Problem Solving, Communication, Collaboration, Change maker, Citizenship, Adaptive and Productive) বৃদ্ধি ৫। কমিউনিটি অন্তর্ভুক্তিকরণ ৬। শিক্ষায় আইসিটির ব্যবহার ৭। ই-লারনিং 8। সবুজ ও পরিচ্ছন্ন স্কুল ৯। শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ১০। মুল্যবোধ শিক্ষা ১১। সহপাঠক্রমিক কার্যক্রম ১২। শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ১২। বৈশ্বিক নাগরিক হিসেবে আমাদের শিক্ষার্থীরা ১৩। এসড জি-৪ ১৪। গাঠনিক মূল্যায়ন ১৫। শিক্ষার্থীর সৃজনশীলতা