
সিনিয়র শিক্ষক
০৮ অক্টোবর, ২০১৯ ১০:৩৮ পূর্বাহ্ণ
সিনিয়র শিক্ষক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ সপ্তম
২নং সেক্টরের মুক্তিযোদ্ধা আবুল কাশেম, পিতা- পান্ডব আলী, মাতা-ফুলমেহের, গ্রাম-কালাইগোবিন্ধপুর, তিতাস, কুমিল্লা এর সাক্ষাৎকার নেন বাতাকান্দি সরকার সাহেব আলি আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর একটি দল। এই দলের নেত্রীবৃন্ধ হলেনঃ লাবন্য,ছোয়া, সুমাইয়া, সুলতানা, আফরিন, ফারিয়া,রিয়া, জান্নাত, সাগরিকা এবং দিপা। এই সাক্ষাৎকারে শিক্ষার্থীগন,মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে মুক্তিযুদ্ধ বিষয়ে জানতে চান এবং প্রশ্নোত্তর লিপিবদ্ধ করেন।