
সিনিয়র শিক্ষক
০৮ অক্টোবর, ২০১৯ ১০:৫১ পূর্বাহ্ণ
সিনিয়র শিক্ষক
ধরনঃ সাধারণ শিক্ষা
বাতাকান্দি সরকার সাহেব আলি আবু হোসেন মেমোরিয়ায়ল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির সেতারা বেগম দল 28/09/2019, তিতাস উপজেলার রামভদ্রা গ্রামের মরহুম সোনা মিয়া এবং মরহুমা আমেনা খাতুনের সন্তান বীরমুক্তিযোদ্ধা ওহিদ খন্দকারের বাসায় উপস্থিত হন। সেতারা বেগম দলের তাহমিনা, সোনালী, সানজিদা আক্তার, ঝিনুক, রুপালী, তিশমা, সামিয়া, মিমি আক্তার, জান্নতুল ফেরদৌসি এবং মেহনাজ। শিক্ষার্থীগণ মুক্তিযোদ্ধার নিকট মুক্তিযোদ্ধের এবং বঙ্গবন্ধুর কাহিনী জানেন। মুক্তিযোদ্ধা ওহিদ খন্দকারের নিকট নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধ সম্পর্কে জানতে চেয়েছেন।