Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১২ অক্টোবর, ২০১৯ ০২:২৯ অপরাহ্ণ

" কর্মই ধর্ম ,কর্মই জীবন ।" এ বাণীকে সামনে রেখে পৃথিবীতে মানুষ কাজ করে এগিয়ে যাচ্ছে।

পৃথিবীর এই সুন্দর নিয়ম শৃঙ্খলাকে মেনে চলে , কাজের মাধ্যমে মানুষ পৃথিবীতে সফলতার শীর্ষ বিন্দুতে আরোহন করছে ।

শিক্ষক তার জ্ঞানের আলো ছড়ানোর বৃহত্তম মাধ্যম হলো বই আর এই বইয়ের লালন -পালন হয়ে থাকে গ্রন্থাগারে ।তাই বলা হয়ে থাকে ,একটা সভ্য সমাজ প্রতিষ্ঠিত করতে গেলে গ্রন্থাগার ব্যবহারের বিকল্প নেই আর এই গ্রন্থাগারে গচ্ছিত থাকে ,বিশ্বের সকল জ্ঞানী লোকদের আলোর প্রদ্বীপ গুলোর দৃশ্যমান বাস্তবতা অর্থাৎ বই বা পুস্তক ।গ্রন্থাগারে থাকে বিশাল সংগ্রহশালা এবং এটিকে গড়ে তুলতে হয় প্রতিদিন নতুন করে । হাজার বছরের অতীত থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সকল কিছু এখানে সংরক্ষন করতে হয় এবং রাখতে হয় সুসজ্জিতভাবে।

একজন ছাত্রকে সুনাগরিক হিসাবে দক্ষ ও সৃজনশীলরূপে গড়ে তোলার ক্ষেত্রে গ্রন্থাগারের ভুমিকা বেশ গুরুত্বপূর্ণ । তার প্রয়োজনীয়তা অনুধাবন করেই বর্তমান শিক্ষা বান্ধব সরকার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সহঃ গ্রন্থাগারিক পদ সৃষ্টি করে জনবল নিয়োগ দিয়েছেন ।তার জন্য মাননীয় সরকার প্রধান 'তথা'  প্রধানমন্ত্রী ও তাঁর সরকারকে আন্তরিক ধন্যবাদ এবং গ্রন্থাগারিক পদটি শিক্ষক বাতায়নে অন্তভুক্ত করায় মধ্যে দিয়ে  মত প্রকাশের স্বাধীনতা প্রদান করায়  এটুআই এর কর্মকতাদের প্রতি  প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

                                                        

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি