Loading..

নেতৃত্বের গল্প

১৭ অক্টোবর, ২০১৯ ০৬:৫৮ অপরাহ্ণ

মিড ডে মিল

জীবননগর থানা মডেল পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৫৭খ্রি: প্রতিষ্ঠালাভ করে এলাকার গণমানুষের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। প্রতিষ্ঠানটি শহরের প্রাণকেকেন্দ্র প্রায় ৮ একর জমির উপর নয়নাভিরাম পরিবেশে প্রতিষ্ঠিত। উপজেলার যাবতীয় দিবস সমূহ পালনের জন্য বিদ্যালয়টির মাঠ ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়। লেখাপড়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি জাতীয় বিভিন্ন কর্মসূচী সুচারুরূপে ও যথাযথ মর্যাদায় পালন করে থাকে। তারই অংশ হিসেবে সরকার ঘোষিত মিড ডে মিল কর্মসূচী বিগত ১লা অক্টোবর ২০১৯ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সদস্য পর পর দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আবু মোঃ আব্দুল লতিফ অমল। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনশেষ কুমার মিত্র, প্রধান শিক্ষক জনাব আবু ছালেহ মোঃ মুছা।