Loading..

খবর-দার

১৭ অক্টোবর, ২০১৯ ১১:৪৭ অপরাহ্ণ

বিদ্যালয়ে শতভাগ উপস্থিতির প্রতিযোগীতা

আমার বিদ্যালয় "কনেশ্বর এস.সি.এডওয়ার্ড ইনস্টিটিউশন" এটি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত। আমি সপ্তম শ্রেণির শাপলা শাখার শ্রেণি শিক্ষক। শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে গত জুলাই মাস হতে যে শিক্ষার্থী বিদ্যালয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শতভাগ উপস্থিত থাকে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করি। জুলাই মাসে ০৮ জন শিক্ষার্থী পাই আমার ক্লাসে, যারা শতভাগ উপস্থিত ছিল। এই আটজনকে আমার পক্ষ থেকে প্রধান শিক্ষকের মাধ্যমে পুরস্কার প্রদান করি। পরের মাস আগষ্ট মাসে শতভাগ উপস্থিত ছিল এমন শিক্ষার্থী সংখ্যা বেড়ে দাড়ালো ১৭জন। এই মাসে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহেবের হাতে আমার পক্ষ থেকে আবার পুরস্কার প্রদান করি। শিক্ষার্থীদের মধ্যে শতভাগ উপস্থিত হবার প্রতিযোগীতা শুরু হয়ে যায়। সেপ্টেম্বর মাসেরশেষে দেখা গেল ২৩ জন শিক্ষার্থী ক্লাসে শতভাগ উপস্থিত। আরও অনেকেই ছিল যারা একদিনের জন্য পুরস্কার হারিয়েছে। কেউবা বিরতিতে বাড়ি চলে যাওয়ার কারনে পুরস্কার হারায়। বর্তমানে অক্টোবর মাসে এই উপস্থিতির প্রতিযোগীতা তুমুল ভাবে বেড়ে চলছে। আমি শিক্ষার্থীদের মধ্যে একটি ইতিবাচক সাড়া পাই। প্রতিমাসে এই পুরস্কার অব্যহত যাতে রাখতে পারি তার সু-ব্যবস্থা করি। আমার বেতনের একটা অংশ শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহ প্রদান করার জন্য বরাদ্দ করি। সেই সাথে প্রতি শ্রেণিতে সুন্দর হাতের লেখার প্রতিযোগীতার আয়োজন করি। যাতে শিক্ষার্থীদের মধ্যে সুন্দর হাতের লেখার অভ্যাস গড়ে উঠে। বাংলা এবং ইংরেজি বিষয়ের জন্য ছেলে এবং মেয়েদের কে আলাদা ভাবে পুরস্কার দেই। যারা একবার পুরস্কার পায় পরবর্তী মাসে তাদের কে অংশগ্রহনের বাইরে রাখি। যাতে সকলের মধ্যে ভালো কিছু করার প্রতিযোগীতা গড়ে উঠে। সকলের শুভ কামনায়। 

মোঃ হাবিবুল্লাহ্

সহকারী শিক্ষক (আইসিটি)

কনেশ্বর এস.সি.এডওয়ার্ড  ইনস্টিটিউশন

ও জেলা অ্যাম্বাসেডর, সপ্তাহের সেরা কনেটেন্ট নির্মাতা

এবং ২০১৯ এর শিক্ষা সপ্তাহের উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক।