Loading..

উদ্ভাবনের গল্প

১৯ অক্টোবর, ২০১৯ ০১:৪৮ পূর্বাহ্ণ

দেশ সেরা ২০ জনের ১ জন #ইলার্নিংসফলতারগল্প “ই-লার্নিং সফলতার গল্প প্রতিযোগিতা-২০১৮” ক্যাটাগরী ১

#ইলার্নিংসফলতারগল্প “ই-লার্নিং সফলতার গল্প প্রতিযোগিতা-২০১৮” ক্যাটাগরী ১ কোর্সের বিষয়ঃ ট্রাবলশ্যুটিং ২: ইন্টারনেট সংযোগ সংক্রান্ত (১ম ব্যাচ) ছাত্র জীবন থেকেই কম্পিউটার এবং ইলেকট্রনিক্স চর্চায় ব্যস্ত থাকতাম। সব সময় ভাবতাম আইটি রিলেটেড জব করব। কিন্তু কর্মজীবন শুরু হল শিক্ষকতা দিয়ে গণিতের প্রভাষক হিসেবে। শুরুতে অনেকটা হতাশ ছিলাম এখানে তো শুধু বই পড়াতে হবে আইসিটি ব্যবহারের কোন সুযোগ নেই। কিন্তু আমি জানতাম আইসিটি ব্যবহার করে অনেক বিমুর্ত বিষয় গুলোকে ছাত্র-ছাত্রীদের সামনে সহজ বোধ্য ভাবে উপস্থাপন করা যায়। ২০১৪ সালে চাকরিতে যোগদান করে বিএমটিটিআই, টিটিসি খুলনা, জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিটাল কন্টেন্ট তথা আইসিটি বিষয়ের উপর বেশ কয়েকটি প্রশিক্ষণ গ্রহণ করি। এখান থেকে "শিক্ষক বাতায়ন" (