Loading..

ডকুমেন্ট

২১ অক্টোবর, ২০১৯ ১২:২৩ পূর্বাহ্ণ

শিক্ষক হিসাবে আমাদের কাঙ্ক্ষিত SDG অর্জনে যা প্রয়োজন..................

প্রথমে একটি গল্প দিয়ে শুরু করি , আগের দিনে ছাতা ছিল যা দিয়ে আমরা রোদবৃষ্টি হতে আত্মরক্ষা করতাম কিন্তু বর্তমান যে ছাতা মাথায় দিই তা দিয়ে কি সম্ভাব?  আমরা শিক্ষক আমাদের  এমন  প্রযুক্তি বেছে নিতে হবে,যা হবে  আধুনিক ও টেকশই, যা দিয়ে আমরা নিজেদেরকে যুগের সাথে তাল মিলিয়ে টিকিয়ে রাখতে সক্ষম হব।

পূর্বে আমরা MDG অর্থাৎ  মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলকে টার্গেট করে চলছিলাম,

কিন্তু এখন তা পরিবর্তিত হয়ে SDG  (সাসটেন্ট ডেভেলপমেন্ট গোল) অর্থাৎ টেকসই উন্নয়নের লক্ষকে সামনে নিয়ে এগোব।

উদাহরণ দিই:

আমরা কিছু দিন আগেও কোন বাড়িতে একটি মোবাইল পাওয়াযেত কিনা সন্দেহ,

এখন প্রত্যেকের বাড়িতে অত্যধুনিক মোবাইল , বাইসাইকেল পরিবর্তে মোটরসাইকেল আরও কত কি।

কিন্তু SDG লক্ষ অর্জনে আমাদের যা প্রয়োজন  ------ তা হল ----ল্যাপটপ

তাই আসুন প্রয়োজনের তাগিদেই আমরা ল্যাপটপ কিনি, প্রযুক্তিতে অংশগ্রহণ করি, ডিজিটাল কন্টেন্ট নির্মান করে শিক্ষার্থীদের পাঠে সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে কাঙ্ক্ষিত SDG অর্জনে দেশকে সহায়াতা করি

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি