Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৭ অক্টোবর, ২০১৯ ০৫:২৭ অপরাহ্ণ

লালমনিরহাট জেলা পরিচিতি
লালমনিরহাট জেলা পরিচিতি


লালমনিরহাট দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি জেলা। উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে কুড়িগ্রাম ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, পশ্চিমে নীলফামারী ও রংপুর জেলা। লালমনিরহাটকে ছিটমহলবেষ্টিত জেলা বলা যায়। এ জেলায় ৩৩ টি ছিটমহল রয়েছে। এ জেলার বৃহত্তম ছিটমহল দুটি হচ্ছে দহগ্রাম ও আঙ্গরপোতা। তিন বিঘা করিডরের মাধ্যমে এই দুই ছিটমহলকে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।


লালমনিরহাট জেলায় ৫টি উপজেলা রয়েছে। এগুলো হলো-
  • আদিতমারী
  • কালীগঞ্জ
  • পাটগ্রাম
  • লালমনিরহাট সদর এবং
  • হাতীবান্ধা

জেলার নামকরণ:
এ জেলার নাম কেন লালমনিরহাট হলো সে সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে। সেগুলো হলো- মাটির নিচে লাল পাথর দেখতে পায়। সেই থেকে এ জায়গার নাম হয়েছে লালমনি। স্বীকৃতিস্বরূপ এলাকার লোকজন নামে রাখে লালমনি। 
১৭৮৩ সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুলদিনকে সাথে নিয়ে বৃটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে। সেই থেকে এ জায়গার নাম হয় 'লালমনি'। কালের বিবর্তনে 'হাট' শব্দটি 'লালমনি' শব্দের সাথে যুক্ত হয়ে 'লালমনিরহাট' নামকরণ হয়েছে।

ধন্যবাদ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি