Loading..

উদ্ভাবনের গল্প

০৩ নভেম্বর, ২০১৯ ১২:৪২ পূর্বাহ্ণ

মনের আনন্দে এবং সাশ্রয়ী মূল্যে হাত ধোয়া

'বিশ্ব হাত ধোয়া দিবস, ২০১৯" উপলক্ষে শিশুদের সাবান/ হ্যান্ডওয়াশ ব্যবহার করে টিউবওয়েলে এবং বেসিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শ্রেণি অনুযায়ী হাত ধোয়াচ্ছিলাম।

সবাইকে এভাবে বাড়িতে অনুশীলন করার জন্য বলা হলো।

এমন সময় ৩য় শ্রেণির একজন ক্ষুদে শিক্ষার্থী ঈমন জানালো যে তার বাড়িতে টিউবওয়েল এবং বেসিন নাই, তাই তার সবসময় হাত ধুতে ভালো লাগে না।

আমার সেই ক্ষুদে শিক্ষার্থীকে খুশি করতে বায়ুচাপ ব্যবহার করে একটি ছিপিযুক্ত বোতলের নিচে ছিদ্র করে বানিয়ে ফেললাম পানিরকল, চাইলে ছিপি ঘুরিয়ে শিশুরা পানির প্রবাহ বাড়াতে কিংবা কমাতেও পারে। এটা দেখে আমার সকল শিক্ষার্থী মহা খুশি অর্থাৎ শুরু হলো আমাদের মনের আনন্দে এবং সাশ্রয়ী মূল্যে হাত ধোয়া।