Loading..

খবর-দার

০৩ নভেম্বর, ২০১৯ ১১:৪৬ অপরাহ্ণ

জাইকার সহযোগিতায় উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ

পটুয়াখালীর জেলার মির্জাগঞ্জ উপজেলায় জাইকার সহযোগিতায় উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের পাঁচ দিন ব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত। 

উপজেলার সুবিদখালী সরকারি র ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বিগত ২৭/১০/২০১৯ থেকে ৩১/১০/২০১৯ উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার এবং ০৩/১১/২০১৯ থেকে আগামী ০৭/১১/২০১৯ তারিখ পর্যন্ত প্রাথমিক স্তরের ৩৫ জন আইসিটি বিষয়ক শিক্ষকদের সমন্বয়ে পাঁচ দিন ব্যাপী  এম এম সি বাস্তবায়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে উপজেলা পরিষদের চেয়্যারম্যান জনাব খান মোহাম্মাদ আবু বকর সিদ্দিকী বলেন- জাইকার অর্থায়নে শিক্ষকদের এই প্রশিক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মাইল ফলক হিসাবে কাজ করবে। জাইকার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা কওরে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের শিক্ষকদের আই সি টি জ্ঞান এখন সবচেয়ে বেশি প্রয়োজন। সুতরাং জাইকাকে আমাদের জাতি গড়ার কারিগরদের জন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহন করার জন্য আত্নরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণটি পরিচালনা করেন উপজেলার আক্তার হোসেন মেমোরিয়াল কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক মোঃ জাকির হোসাইন, ঝাটিবুনিয়া জে আর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন , মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান। প্রশিক্ষণে সমন্বায়ক হিসাবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সাইফুদ্দীন ওয়ালীদ।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।