Loading..

খবর-দার

০৪ নভেম্বর, ২০১৯ ১২:২৪ পূর্বাহ্ণ

আজ জেল হত্যা দিবস

৩রা নভেম্বর জেল হত্যা দিবস ; যা বাঙালি জাতির জীবনে কলঙ্কময় দিনগুলো মধ্যে অন্যতম একটি দিন। ১৯৭৫ সালের ঠিক এই দিনে ঢাকা কেন্দ্রেীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ ও মন্ত্রী সভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যা কালো অধ্যায়ে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে সারাজীবন। কারাগারের মতো কঠোর নিরাপত্তাবেষ্টিত জায়গায় এ ধরনের নারকীয় হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে সারাজীবন নজিরবিহীন হয়ে থাকবে। 

সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম সরকার, মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। তিনি বাকশালের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। অন্যদিকে তাজউদ্দিন আহমদ একজন আইনজীবী, রাজনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি সাবেক অর্থমন্ত্রী এবং সংসদ সদস্যও ছিলেন। আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানও একজন সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৭৪ সালে আওয়ামীলীগের প্রসিডেন্টও নির্বাচিত হন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন গঠিত অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র, কৃষি ও ত্রাণ এবং পূর্নবাসন মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। মুহাম্মদ মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন। শেখ মুজিবুর রহমান কর্তৃক বাকশাল প্রতিষ্ঠার পর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন।