Loading..

খবর-দার

১০ নভেম্বর, ২০১৯ ১২:২৫ অপরাহ্ণ

গুণগত শিক্ষা বাস্তবায়নে ভূমিকা

SESIP এর আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকবৃন্দের জন্য " ধারাবাহিক মূল্যায়ন (CA) " প্রশিক্ষণ জেলা পর্যায়ে ২৭-১০-২০১৯ হতে ০১-১১-২০১৯ দ্বিতীয় ব্যাচ অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণের শেষ দিন অর্থাৎ ০১-১১-২০১৯ তারিখে গবেষণা কর্মকর্তা (বগুড়া জেলা শিক্ষা অফিস) শ্রদ্ধেয় ফারজানা শারমিন হক ম্যাডামের সহযোগিতায় প্রতিটি বিষয়ের প্রশিক্ষণ কক্ষে সকল প্রশিক্ষণার্থীদের সাথে " শিক্ষক বাতায়ন " , " মুক্তপাঠ " , " কিশোর বাতায়ন " ও " এম এম সি ড্যাশবোর্ড " সম্পর্কে আলোচনা করি এবং তাঁরা সকলে মিলে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এভাবেই সকলের মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব। কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় ফারজানা শারমিন হক ম্যামসহ সকল মাস্টার ট্রেইনার স্যারদের প্রতি যারা আমাকে ট্রেনিং সেশনের ফাঁকে কথা বলার সুযোগ করে দিয়েছেন ।