Loading..

খবর-দার

১৬ নভেম্বর, ২০১৯ ১২:২৮ অপরাহ্ণ

আই. সি. টি বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ।

১৫/১১/২০১৯ খ্রি রোজ শুক্রবার, সুনামগঞ্জ জেলার সদর উপজেলার শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আই. সি. টি বিষয়ক ইন-হাউজ ট্রেনিং ও আলচনা সভা অনুষ্টিত হয়।সভার শুরুতে স্বাগত বক্ত্যব্য রাখেন অত্র বিদ্যালয়ের উদ্যমী প্রধান শিক্ষিকা জনাব নাস্রিন আক্তার খানম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুন অর রশীদ অতিতিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই. সি. টি) সুনামগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিল্লুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনামগঞ্জ।জনাব নির্মল শর্ম্মা, সুপারিন্টেন্ডেন্ট সুনামগঞ্জ পি. টি. আই। সৈয়দ আহমেদ শাহলান, ইন্সট্রাক্টর ইউ. আর. সি ,সদর , সুনামগঞ্জ।আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুস সামাদ, ICT4E জেলা অ্যাম্বাসেডর ও সেরা কন্টেন্ট নির্মাতা। জনাব কামাল উদ্দিন, অ্যাম্বাসেডর ব্রিটিশ কাউন্সিল স্কুলস অনলাইন, ICT4E জেলা অ্যাম্বাসেডর ও সেরা কন্টেন্ট নির্মাতা।জনাব জসিম উদ্দিন, ICT4E জেলা অ্যাম্বাসেডর। জনাব শওকত আলী আহমেদ ICT4E জেলা অ্যাম্বাসেডর। জনাব মিছবাহ উদ্দিন, ব্রিটিশ কাউন্সিল এওয়ার্ড প্রাপ্ত, সেরা কন্টেন্ট নির্মাতা ও  ICT4E জেলা অ্যাম্বাসেডর। জনাব মাহফুজুল ইসলাম নমির, সেরা কন্টেন্ট নির্মাতা ও  ICT4E জেলা অ্যাম্বাসেডর। জনাব আবু ছালেহ মোঃ নোমান ব্রিটিশ কাউন্সিল এওয়ার্ড প্রাপ্ত, সেরা কন্টেন্ট নির্মাতা ও  ICT4E জেলা অ্যাম্বাসেডর। জনাব মহি উদ্দিন, সেরা কন্টেন্ট নির্মাতা ও  ICT4E জেলা অ্যাম্বাসেডর। জনাব নিজাম উদ্দিন,ব্রিটিশ কাউন্সিল এওয়ার্ড প্রাপ্ত, ও  ICT4E জেলা অ্যাম্বাসেডর। জনাব শাহীন আলম, ICT4E জেলা অ্যাম্বাসেডর।জনাব মুহাম্মদ খালিদুর রহমান মানিক,  ICT4E জেলা অ্যাম্বাসেডর। জনাব রুকসানা ইয়াসিমীন, ICT4E জেলা অ্যাম্বাসেডর। জনাব সাজাদ মিয়া, ICT4E জেলা অ্যাম্বাসেডর। জনাব লাকী বিশ্বাস, ICT4E জেলা অ্যাম্বাসেডর। আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর,ছাতক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আই. সি. টি তে দক্ষতা অর্জনে উদ্যমী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।অনুষ্টান সঞ্চালনায় ছিলেন জনাব রুকসানা ইয়াসমীন।সভাপতিত্ব করেন জনাব দেওয়ান এমদাদ রেজা চৌধুরী, এস. এম. সি সভাপতি অত্র বিদ্যালয়।