Loading..

উদ্ভাবনের গল্প

২৯ নভেম্বর, ২০১৯ ০৩:২৪ অপরাহ্ণ

বগুড়া জিলা স্কুলের রোবট বালক আজমাঈন আকমলের গল্প

বগুড়া জিলা স্কুলের বর্তমানে ৯ম শ্রেণির শিক্ষাথী আজমাঈন আকমলের রোবট আবিস্কারের কাহিনী স্কুল হতে মন্ত্রীপাড়া হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত সকলের জানা । মাননীয় প্রধান মন্ত্রীর তত্য ও যোগাযোগ প্রযুক্তির অনুষ্ঠানে মাননীয় আইসিটি মন্ত্রী জনাব মোস্তফা জব্বার নিজেই ভাষন দেয়ার সময় বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থী আজমাঈন আকমলের রোবট আবিস্কারের কাহিনী এবং সেই রোবট দিয়ে কি কাজ হবে তার বর্ণনা মন্ত্রীমহোদয় নিজেই মাননীয় প্রধান মন্ত্রীকে দিয়েছেন। তাই নতুন করে সেখানে আর বলার কিছু নেই । আকমল উদ্ভাবনের টিভি শোতে াংশ গ্রহন করেছে। এবং বিভিন্ন দেশ সফর করার সুযোগ পেয়েছে। তাই বগুড়া জিলা স্কুল পরিবার আকমলের জন্য গর্ববোধ করতেই পারে। ধন্যবাদ