Loading..

উদ্ভাবনের গল্প

২৯ নভেম্বর, ২০১৯ ০৩:৩৫ অপরাহ্ণ

স্কটল্যান্ডের আলর্ফাড একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে ভাষন দেয়ার সুযোগ

ইউরোপ দেশের অন্যতম দেশ স্কটল্যান্ড । আর বিশ্বের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আলর্ফাড একাডেমিতে তাদের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেয়ার ও এবং প্রথম বাংলাদেশী হিসাবে বাংলা ও ইংরেজিতে ভাষন দেয়ার সুযোগ পেয়ে ভাষন দেয়ার স্মৃতি আজও মনে পড়ে। উক্ত প্রতিষ্ঠানে একমাত্র বাংলাদেশী শিক্ষাথী ছিল । বাবার চাকরি সুবাধে সি স্কটল্যান্ডে অবস্থান কালীন সময়ে ঐ প্রতিষ্ঠানে লেখাপড়া করছিল সে বালক। প্রশিক্ষনের জন্য যাওয়া আর সেখানে প্রথম বাংলাদেশী হিসাবে ভাষন দেয়া বিরাট গেীরবের ব্যাপার। প্রথমে বাংলায় ভাষন দিব এই তথ্য তাদেরকে জানিয়ে দেই। কিন্ত কর্তৃপক্ষ কিছুতেই রাজি হচ্ছিল না । কিন্তু তারা কারণ জানতে চাইলে আমি উত্তরে বললাম যে পৃথিবীর একমাত্র দেশ যে দেশ তাদের মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে ।আমাদের দেশ সেই দেশ । তখন তারা রাজি হয় বাংলায় প্রথমে ভাষন দেয়ার জন্য পরবর্ত ীতে সেই ভাষন ইংরেজিতে দেয়া হয় । এতে করে বাংলা ভাষার ও বাংলাদেশের মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে  । ধন্যবাদ সবাইকে ।